সামনেই সরস্বতী পুজো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জাঁকজমক করে সরস্বতী পুজো পালিত হয়। সরস্বতী পুজো নিয়ে প্রতিযোগিতা চলে হোস্টেলগুলির মধ্যে। সরস্বতী পুজোর প্রস্তুতি ও থিম নিয়ে মাসখানেক আগে থেকেই ব্যস্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো চলে তিনদিন ধরে। এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য দিন ধার্য্য হয়েছে ফেব্রুয়ারির ৭, ৮ ও ১০ তারিখ। পরীক্ষার এই তারিখ দেখে ছাত্র-ছাত্রীদের চক্ষু চড়কগাছ। প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠল তারা। কোনমতেই পুজোর আনন্দ থেকে তারা বঞ্চিত হতে চায় না। তাই আজ ছাত্র-ছাত্রীরা ছাত্র সংসদের ব্যানার নিয়ে সোজা হাজির রাজবাটি চত্বরে। জমা দিল স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে। তাদের দাবি পরীক্ষার নির্ধারিত দিনক্ষণ পরিবর্তন করে ১৩ ফেব্রুয়ারির পর থেকে পরীক্ষা নেওয়া হোক। বর্ধমান বিশ্ববিদ্যালয় বিষয়টি খতিয়ে দেখছে।