ফেসবুকে বন্ধুত্ব, ক্রমে সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। তারপর প্রেমের টানেই সুদূর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এনায়েত নগর থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বর্ধমানে চলে আসেন প্রেমিকা, সম্পন্ন হয় বিবাহও। কিন্তু শেষ রক্ষা হল না। ন্যাশানাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের করা অভিযোগের ভিত্তিতে প্রেমিক-প্রেমিকাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেমের টানেই ৩ মাস আগে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এনায়েত নগর থেকে বনগাঁ বর্ডার হয়ে বর্ধমানে আসেন নূরতাজ আক্তার মিম(১৮)। দালালের মাধ্যমে তাঁকে বনগাঁ বর্ডার পার করতে সাহায্য করেন তাঁর প্রেমিক বর্ধমান শহরের তেঁতুলতলা এলাকার বাসিন্দা সেখ সামিম। এরপর বর্ধমান শহরে এসে তাঁরা মুসলিম শরিয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁরা একসাথেই বসবাস করছিলেন।

গত ২৪ শে জুন ন্যাশানাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যানের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখ সামিমের বাড়িতে হানা দেয় এবং নূরতাজ আক্তার মিমের পার্সপোর্ট ও ভিসার ডকুমেন্ট চায়। পুলিশকে প্রজাতন্ত্র বাংলাদেশ রাষ্ট্রের ইস্যু করা একটি জন্ম সার্টিফিকেট দিলেও অন্য কোন বৈধ কাগজ দিতে না পারায় পুলিশ দু’জনকেই গ্রেফতার করে। আজ তাঁদের বর্ধমান আদালতে তোলা হয়।

Like Us On Facebook