বৃহস্পতিবার অন্ডাল ব্লককে নির্মল ব্লক ঘোষণা করা হল। বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক সৌমিত্র মোহন ও দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরার উপস্থিতিতে বৃহস্পতিবার অন্ডালে এক অনুষ্ঠানে জেলাপ্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা করা হয় এবং অন্ডালের বিডিও মানস পান্ডার হাতে নির্মল ব্লকের শংসাপত্র তুলে দেন জেলাশাসক সৌমিত্র মোহন। বৃহস্পতিবার সালানপুর ও রানিগঞ্জ ব্লককেও নির্মল ব্লক ঘোষণা করেন জেলাশাসক সৌমিত্র মোহন। ব্লকগুলিকে নির্মল ব্লক ঘোষণার সঙ্গে সঙ্গে জেলাশাসক স্থানীয় মানুষদেরও ধন্যবাদ জানান।

nirmal-andal-2