বুধবার রাজ্যের শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে বর্ধমান শহরের কার্জন গেটে প্রতিবাদ সভার ডাক দেয় বিজেপি। আর সেই প্রতিবাদ সভা থেকেই পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল ৯ জন বিজেপি সমর্থককে। এদিন তাদের বর্ধমান আদালতে পেশ করার সময় ব্যাপক বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম প্রদীপ মণ্ডল, শুভম নিয়োগী, সঞ্জয় দাস, গৌরাঙ্গ রজক, অমিত মোদক, বাবলা দাস, অজয় দত্ত, সহদেব খাসকেল ও সমীর হালদার। বর্ধমানের বড়নীলপুর, খাঁপুকুর, ইছলাবাদ, নাড়ি এলাকায় ধৃতদের বাড়ি। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করার সময় উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পুলিশ ধৃতদের আদালতে পেশ করলে ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান। সামনের মঙ্গলবার ফের তাঁদের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Like Us On Facebook