বর্ধমান-২ ব্লকের পাল্লা মোড়ে ফ্লাইওভার তৈরির জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানান বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি দল পরিদর্শনে এলেন ২নং জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকায়। বিধায়কের সঙ্গে কথা বলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। বিধায়ক জানিয়েছেন, পাল্লা মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জাতীয় সড়ককে চার লেন থেকে ছয় লেন করার কাজও শুরু হতে চলেছে। এই পরিস্থিতিতে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে। ফলে এই মোড়ে ফ্লাইওভার নির্মাণ জরুরি হয়ে পড়েছে। এদিন পরিদর্শনের পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ফ্লাইওভার করার দাবি ন্যায্য বলে জানিয়েছেন। আশ্বাস দিয়েছেন ফ্লাইওভার তৈরির।
Like Us On Facebook