প্রসবের সময় বেড থেকে নীচে পড়ে গেল সদ্যজাত শিশু। ভর্তি আইসিইউতে। রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগের বিরুদ্ধে। বর্ধমান থানায় অভিযোগ দায়ের করলেন প্রসূতি।

প্রসূতি ও তাঁর পরিবারের অভিযোগ ,গত ৬ নভেম্বর সকাল ৫.২৫ মিনিট নাগাদ নাদনঘাট থানার অর্জুন পুকুরের বাসিন্দা আমিনা সেখ প্রসব বেদনা নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, প্রসব বেদনায় কাতর হয়ে তিনি চিৎকার করে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের বারবার ডাকলেও কেউ এগিয়ে আসেননি। এমনকি তাঁরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন বলেও অভিযোগ। এরপর প্রসূতির কাছে কেউ না থাকায় প্রসব হয়ে বেড থেকে সদ্যোজাত মেঝেতে পড়ে যায় বলে অভিযোগ। তখন চিকিৎসক ও নার্সরা এসে দ্রুত সদ্যজাতকে শিশু বিভাগের আইসিইউতে ভর্তি করান। অভিযোগ, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন প্রসূতি। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস হাসপাতাল সুপার তাপস ঘোষের।

Like Us On Facebook