কাঁকসার গুলি করে খুন কান্ডে নয়া মোড়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত রিয়া ঘোষের প্রেমিক ঝন্টু মন্ডল ফেরার চঞ্চল পানকে পঞ্চাশ হাজার টাকা ধার দেয়। ধার নিয়ে শোধ না করায় ঝন্টু ক্রমাগত চাপ তৈরি করে চঞ্চলকে। কিন্তু চঞ্চল পান টাকা শোধ করতে না পারায় ঝন্টু চঞ্চল পানকে শর্ত দেয় ওই পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে রিয়ার স্বামী চঞ্চল ঘোষকে খুন করতে হবে। চঞ্চল ঘোষ এবং চঞ্চল পান পূর্ব পরিচিত হওয়ায় চঞ্চল পান ঝন্টুর দেওয়া সুপারি নিয়ে নেয়। অন্যদিকে ঝন্টু রিয়াকে স্বামীর খুন করার পরিকল্পনা না জানিয়ে কেবলমাত্র অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় তা জানিয়ে দেবার পরিকল্পনার কথা বলে রিয়াকে তার বাপের বাড়ি চলে যেতে বলে। ঝন্টুর পরিকল্পনা মত রিয়া বাচ্চা নিয়ে দুর্গাপুরের বাপের বাড়ি চলে যায় এবং ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চঞ্চল পান চঞ্চল ঘোষকে সেই রাত্রিতে আকন্ঠ মদ্যপান করায়। এরপর ভোর রাতে পিস্তল দিয়ে মাথার পিছনে গুলি করে। গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে এবং চঞ্চল ঘোষের আত্মহত্যার ঘটনা সাজাতে পিস্তলের সাতটি গুলির মধ্যে একটি গুলি পিস্তলে রেখে ৫টি নিয়ে ফেরার হয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। রিয়া স্বামী চঞ্চল ঘোষের খুনের পরিকল্পনা জানত না বলে পুলিশর কাছে দাবি করেছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ফেরার চঞ্চল পানের খোঁজ পায়নি পুলিশ। চঞ্চলকে ধরার জন্য খোঁজ চলছে বলে জানা গেছে। এদিকে কা়ঁকসা থানার পুলিশ রহস্যময় এই খুনের ঘটনার় কিনারায় পৌঁছাতে এবং আসল ঘটনা উদ্ঘাটনে ধৃতদের আরও জেরা করতে চায়। সেইমত শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে বিচারপতি ধৃতদের আরও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।