দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। ১৯৪৫ সালের ১ অক্টোবর উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলায় এক দলিত পরিবারে কোবিন্দের জন্ম। ১৯৭৪ সালের ৩০ মে রামনাথ কোবিন্দের বিয়ে হয় দিল্লি নিবাসী স্বর্গীয় বিহারীলাল কোলির কন্যা সবিতা কলির সঙ্গে। সবিতার জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতেই। পরবর্তী সময়ে বিহারীলাল কোলির বড় ছেলে ওমপ্রকাশ কোলি দিল্লি থেকে সপরিবারে বর্ধমান চলে আসেন। বর্ধমানের বড়বাজার এলাকায় কোলি রেফ্রিজারেটরের মালিক স্বর্গীয় ওমপ্রকাশ কোলি দেশের ফার্স্ট লেডির ভাই বলে দাবি বর্ধমানের কোলি পরিবারের। কোলি পরিবার সূত্রে জানা গেছে, নতুন রাষ্ট্রপতি দু’বার বর্ধমানেও এসেছিলেন। সেই সময় রামনাথ কোবিন্দকে দেখা স্থানীয় মানুষজনের দাবি তিনি ছিলেন একেবারেই সরল সাধাসিধা প্রকৃতির মানুষ। বর্ধমানের জামাই দেশের রাষ্ট্রপতি হওয়ায় কোলি পরিবারে খুশির হাওয়া। সবিতা কোবিন্দের বৌদি গঙ্গা কোলি বলেন, ‘তিনি দেশের সবাইকে ভাল রাখুন এটাই কামনা করছি’।

বর্ধমানের কোলি পরিবার