শনিবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় পূর্ব বর্ধমান জেলার নতুন খাদ্য ভবনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন, ৩ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে তেরি হয়েছে এই খাদ্য ভবন। এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, খাদ্য সচিব মনোজ আগরওয়াল, রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পূর্ত ভবনের পুরানো অফিস ঘরে তৈরি করা হবে একটি অত্যাধুনিক ল্যাবরেটরি। যেখানে বিভিন্ন রেশন সামগ্রীর মান পরীক্ষা করা যাবে। এছাড়াও গোটা রাজ্য জুড়েই রেশন সংক্রান্ত বা খাদ্য দপ্তরের অধীন কোন বিষয়ে অভিযোগ জানানোর জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে একটি টোলফ্রি নম্বর। তিনি আরও জানিয়েছেন, গোটা রাজ্যে ১০০০ নতুন খাদ্য ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নিয়োগ হচ্ছে ২৭জন।