যথাযোগ্য মর্যাদায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা জুড়ে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী। সারা দেশের সঙ্গে দুই বর্ধমানেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজিকে শ্রদ্ধা জানান মানুষ।

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোর্ট কম্পাউন্ড চত্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মবার্ষিকী। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী কুশল চক্রবর্তী সহ অনান্যরা। পাশাপশি জেলা পরিষদ ভবনের সামনে নেতাজির ছবিতে মাল্যদান করেন সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব। এছাড়াও বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে পালিত হয় নেতাজি জয়ন্তী।

ভাবগম্ভীর পরিবেশে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হল। এদিন সকালে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রভাত ফেরি আয়োজিত হয়। নেতাজি মূর্তিতে মাল‍্যদান করা হয়। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সিটি সেন্টারের মহকুমা প্রশাসনের অফিসের পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল‍্যদান করেন। কাঁকসাতেও যথাযথ মর্যাদায় নেতাজির জন্মদিন পালন করলেন কাঁকসার মানুষ।







Like Us On Facebook