নেহেরু মূর্তির রঙ পরিবর্তন ঘিরে বিতর্ক আসানসোলের কুলটিতে। কুলটির নেহেরু উদ্যানের সামনে ইস্কোর পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হয়েছিল। সম্প্রতি কে বা কারা ওই মূর্তির জওহর কোর্টের রঙ গেরুয়া করে দেয়।

৭২তম স্বাধীনতা দিবসের দিন ওই মূর্তির সামনে স্থানীয় যুবকরা পতাকা উত্তোলন করতে গেলে বিষয়টি নজরে আসে। এবিষয়ে সরব হন স্থানীয় মানুষজন। প্রতিবাদ জানানো হয় তৃণমূল কংগ্রেস ও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এর পিছনে বিজেপির মদতপুষ্ট ব্যক্তিরাই আছে বলে দাবি কংগ্রেসের। যদিও ঘটনায় জড়িত নয় বলে সাফ জানিয়ে দেয় বিজেপি। পরে মূর্তির রঙ আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।

Like Us On Facebook