.
অন্ডালের সুকান্ত পল্লীর কাটা পুলের কাছে একটি প্রাচীন নিম গাছের গোঁড়া থেকে শনিবার সকালে হঠাৎ করে সাদা রঙের এক ধরণের পদার্থ নির্গত হতে দেখে কৌতূহলী মানুষের ঢল নামে। নিম গাছের নীচে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান হয়। তাই অনেকেই এই ধরনের সাদা পদার্থ বের হতে দেখে বিষয়টিকে অলৌকিক মনে করতে শুরু করেন। এই খবর চাউর হতেই কৌতুহলী মানুষের ভিড় বাড়তে থাকে। শেষমেশ খবর পেয়ে আন্ডাল এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যে কোন অলৌকিক ঘটনা নয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হচ্ছে তা জানিয়ে দেন। পুরানো নিম গাছ থেকে অনেক সময় মিষ্টি স্বাদের এক ধরণের পদার্থ বের হয় বলে জানিয়ে বিজ্ঞান মঞ্চের কর্মীরা তার পূর্ণাঙ্গ ব্যাখা বোঝান উপস্থিত কৌতুহলী মানুষজনকে।
Like Us On Facebook