গ্রামে নবান্ন উৎসবের প্রসাদ খেয়ে শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়লেন। গুরুতর অসুস্থ অবস্থায় ১২ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গ্রামে নবান্ন উৎসব ছিল, সেই উপলক্ষে শতাধিক মানুষের সমাগম হয় গ্রামে। গ্রামের মণসা মন্দিরে নবান্নের পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়। তারপর থেকেই একে একে ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় শতাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানান, অসুস্থতার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। গ্রামে যান প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিরা। ১২ জন বর্ধমান হাসপাতালে ভর্তি আছেন তাঁদের সামগ্রিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।