বর্ধমানের কৃষ্ণপুর হাইস্কুলে চালু হল স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন। মঙ্গলবার বর্ধমান সাউথ রোটারি ক্লাবের সহযোগিতায় এই ভেন্ডিং মেশিনের সূচনা হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি এই ধরনের স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসানোর ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় তাঁরাই প্রথম। এদিন এই মেশিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সাউথ রোটারি ক্লাবের তরফে সুব্রত মুখার্জী, পার্থনাথ সেন সহ অন্যান্যরা। মূলত তাঁদের আর্থিক সহায়তায় এই ভেন্ডিং মেশিন বসানো হয়।
এই মেশিনে ৫ টাকার কয়েন ফেললেই বেড়িয়ে আসবে স্যানিটারি ন্যাপকিন। ব্যবহার করা স্যানিটারি ন্যাপকিন নষ্ট করারও ব্যবস্থা থাকছে মেশিনে। স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কোনার জানান, আগে এই বিষয় নিয়ে সঙ্কোচ ছিল। ফলে মেয়েদের নানা রকম রোগ বালাই লেগে থাকত। এই কারণে মেয়েদের স্কুল ড্রপও অনেক বেড়ে গিয়েছিল। আমরা স্কুলে সচেতনতা শিবির করে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা সকলকে বোঝাই। তারপর এই মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে স্কুলের কন্যাশ্রী ক্লাব ও শিক্ষিকারাও এগিয়ে এসেছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এই ব্যবস্থার ফলে স্কুলের প্রায় ছশো ছাত্রী উপকৃত হবে বলে জানানো হয়েছে।