ট্রান্সফার জব। শহরে এসে প্রথম দিনেই প্রতারণার শিকার হলেন কেন্দ্রীয় সরকারি সংস্থার উচ্চপদস্থ এক আধিকারিক। দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকার এক বহুতলে বিদ্যাদেবীর আরাধনার জন্য স্থানীয় বাজার থেকে সশীষ ডাব কিনে ভদ্রলোকের চক্ষু চড়কগাছ। পুজোর অন্যতম উপাচার সশীষ ডাব কিনতে গিয়ে নজরে আসে বিক্রেতার চতুরতা। খুলে যাওয়া ডাবের শীষ জোড়া দিতে ডাবে আস্ত চারটি পেরেক পোঁতা রয়েছে। দেখলে সহজে বোঝার উপায় নেই। সরস্বতী পুজোয় সশীষ ডাবের চাহিদা তুঙ্গে। তাই অনেকেই সশীষ ডাব কিনতে গিয়ে ঠকেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিক বলেন, বাড়িতে সরস্বতী পুজো। বাজার থেকে সশীষ ডাব কিনে দেখি, ডাবের শীষ চারটে পেরেক দিয়ে আটকানো। বুঝলাম প্রতারিত হয়েছি। অন্য দোকান থেকে ডাব কিনে কাজ চালালাম।
ডাব বিক্রেতাকে এ বিষয়ে প্রশ্ন করলে তাঁর সাফ জবাব, মাল কিনে ২ টাকা লাভে মাল বেচি। কোথায় কি আছে তা আমাদের দেখা সম্ভব নয়।