সাড়ে তিন বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, মৃত শিশুর নাম অন্যন্যা সিনহা। বাড়ি বর্ধমানের আঁজিরবাগান এলাকায়।
মৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর বিকালে বাড়ির সামনে খেলাধূলা করছিল। হঠাৎ খেলতে খেলতে শুয়ে পড়ে শিশুটি। বাড়ির লোকজন শিশুটিকে তুলে বাড়ি নিয়ে যায়। প্রথমে শিশুর পরিবারের লোকজন ভেবেছিল শিশুটি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে শিশুর পরিবারের লোকজন গায়ে হাত দিয়ে বুঝতে পারেন হাত-পা ঠান্ডা হয়ে আসছে শিশুটির। এরপর শিশুটিকে নিয়ে পরিবারের লোকজন বর্ধমান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর কারণ জানতে শিশুটির ময়না তদন্ত করার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন। তারপরই সোমবার শিশুটির ময়না তদন্ত হয়।
Like Us On Facebook