বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত নক আউট মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হল সালানপুরের এমআরবিসি ক্লাব। তারা ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবকে হারিয়ে খেতাব জয় করে। প্রথম মহিলা ফুটবলকে ঘিরে সাজোসাজো রব ছিল বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে।
শনিবার বর্ধামনের রাধারানী স্টেডিয়ামে আয়োজিত হয় এই নক আউট মহিলা ফুটবলের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিন ম্যাচের শুরু থেকেই সালানপুরের এমআরবিসি ক্লাব ও ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের মহিলা ফুটবলাররা আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচকে উপভোগ্য করে তোলেন। ম্যাচের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় এমআরবিসি ক্লাব। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে ব্যর্থ হয় এরুয়ার উদয়াচল ক্লাব। পশাপাশি এমআরবিসি ক্লাবও গোলের ব্যবধান আর বাড়াতে পারেনি। প্রথমার্ধে করা একমাত্র গোলে জয়লাভ করে সালানপুরের এমআরবিসি ক্লাব। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।