.
ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল) মেশিন নিয়ে এবার সাধারণ ভোটারদের সচেতন করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উদ্বোধন করা হল ভিভিপ্যাট সম্বলিত মোবাইল ভ্যানের। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এই মোবাইল ভ্যানটি সমগ্র জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ঘুরে সাধারণ মানুষদের সচেতন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবারই প্রথম সমস্ত বুথে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মেশিনও ব্যবহার করা হচ্ছে। যার মাধ্যমে ভোটাররা নিশ্চিত হতে পারবেন যে তাঁর দেওয়া ভোট নির্দিষ্ট জায়গায় পড়ল কিনা। ইভিএমে নির্দিষ্ট প্রার্থীর জন্য বোতাম টিপলে ভিভিপ্যাট মেশিনের স্ক্রীনে একটি কাগজ বেরিয়ে আসবে যাতে যে নম্বরের বোতাম টেপা হয়েছে সেই নম্বর এবং সংশ্লিষ্ট প্রার্থীর নাম ও নির্বাচনী প্রতীক চিহ্ন দেখা যাবে। সাত সেকেন্ডের জন্য সেই কাগজ স্ক্রীনের সামনে থাকবে, তারপর সেটি মেশিনের নির্দিষ্ট জায়গায় জমা হয়ে যাবে।