চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হলেন হাওড়া-কাটোয়া লাইনের লোকাল ট্রেনের চালক। ঘটনাটি ঘটেছে দাঁইহাট স্টেশনের কাছে। ইন্দ্রজিৎ হালদার নামে ওই চালক কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, হাওড়া-কাটোয়া লাইনের লোকাল ট্রেনটি ১১টা ০৫ মিনিট নাগাদ দাঁইহাট স্টেশনে ঢোকে। এরপর স্টেশন ছেড়ে বেরিয়ে কিছুটা গিয়ে হঠাৎ দাঁড়িয়ে যায় ট্রেনটি। এরই মধ্যে ওই ট্রেনের মোটরম্যান কেবিন থেকে পড়ে গুরুতর চোট পান। স্থানীয় মানুষজন ঘটনাটি দেখে গার্ডের দৃষ্টি আকর্ষন করে। ট্রেনটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে থেমে যাওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা।

Like Us On Facebook