বুধবার সকালে জাতীয় সড়কে জামালপুর থানার মশাগ্রামে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুরের এক গৃহবধূর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্বামী। জানা গেছে, দুর্গাপুরের বি-জোনের তিলক রোডের বাসিন্দা ওই দম্পতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে এক আত্মীয়ের পারলৌকিক ক্রিয়ায় যোগ দিতে কলকাতা থেকে বর্ধমানের দিকে আসছিলেন কিংশুক কর্মকার ও সম্প্রিয়া কর্মকার (২৪)। আসার পথে জাতীয় সড়কে মশাগ্রামের কাছে তঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গুরুতর জখম হন স্বামী-স্ত্রী। তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা সম্প্রিয়াদেবীকে মৃত ঘোষণা করেন। কিংশুকবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়।
Like Us On Facebook