নবান্নের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে মৃত্যু হল মোটর ভ্যান চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ইট্যা বাসস্ট্যান্ড এলাকায়। মৃতের নাম নীলু মাঝি (৩২), বাড়ি কাটোয়ার কারুলিয়া গ্রামে। এই ঘটনায় এক বালিকা সহ দু’জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীলু মাঝি কয়েকজন আত্মীয়কে নিয়ে নিজের মোটর ভ্যানে চেপে কৈচরে এক অত্মীয়ের বাড়িতে গিয়েছিল নবান্নের অনুষ্ঠানে যোগ দিতে। নবান্ন খেয়ে এদিন বিকেলে বাড়ি ফেরার পথে মঙ্গলকোটের ইট্যা এলাকায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি মন্দিরের দেওয়ালে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নীলু মাঝির। স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। আহত দু’জনকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়।
Like Us On Facebook