ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটর ভ্যান চালকের। মৃত ব্যক্তির নাম গোরেলাল সাউ (৫০)। বর্ধমানের তেলিপুকুর এলাকায় মৃত ব্যক্তির পরিবারের বসবাস। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান-আরামবাগ রোডে সেহারাবাজারের কাছে শ্রীধর মোড় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোরেলাল সাউ মোটর ভ্যান চালিয়ে এদিন বিকেলে আরামবাগের দিকে যাচ্ছিলেন। শ্রীধর মোড়ে বর্ধমানগামী একটি ট্রাক মোটর ভ্যানে সজোরে ধাক্কা মারে। মোটর ভ্যান চালক রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোরেলালের। পুলিশ পিছু ধাওয়া করে বাঁকুড়া মোড়ে ট্রাকটিকে ধরে। পুলিশ জানিয়েছে চালক পলাতক। ট্রাকটি আটক করা হয়েছে। এই ঘটনার পর ওই রুটে বিঘ্নিত হয় যান চলাচল। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক হয়।
Like Us On Facebook