বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হচ্ছিলো নিজের সাড়ে তিন বছরের মেয়ে। তাই তাকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনার নিউমধুবন এলাকায়। অভিযুক্ত মা রুমা সাঁতরাকে গ্রেফতার করছে পুলিশ যদিও প্রেমিক পিন্টু সর্দার পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, কিছুদিন আগে রুমার স্বামী মারা যান। রুমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেটি দিদিমার কাছে থাকত। বড় মেয়ে অষ্টমীও বেশিরভাগ সময় দিদিমার কাছেই থাকত। ছোট মেয়ে সাড়ে তিন বছরের নিবেদিতা থাকত রুমার কাছে। কিছুদিন আগে রুমা নিউমধুবন এলকার একটি ভাড়া ঘরে থাকতে শুরু করেন। তাঁর সঙ্গে একটি ছেলেও থাকত বলে জানা গেছে। তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার সকালে নিবেদিতা মারা যাওয়ার ঘটনা জানাজানি হলে, স্থানীয় মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ রুমকে গ্রেফতার করে মৃত শিশুটি উদ্ধার করে।