প্রতিদিনই এবং প্রায়শই অজানা নম্বার থেকে ফোনে মা-কে বিরক্ত করা হচ্ছিল। প্রায় মাস খানেক আগে এই ঘটনায় ছেলে মায়ের হাত থেকে ফোন কেড়ে নেওয়ায় মা ও ছেলের অশান্তি শুরু হয়। গত বুধবার এই ঘটনার জেরে অশান্তি আরও বাড়ে। আর তারপরেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন মা। মৃতের নাম উষা বোস (৪৫)। বাড়ি বীরভূমের তারাপীঠ থানার সাহাপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় মাসখানেক আগে উষাদেবীর ফোনে অজানা নাম্বার থেকে ফোন আসছিল। সেই ফোনে উষাদেবী দীর্ঘক্ষণ কথাও বলতেন। তা নিয়ে ছেলে কৃষ্ণেন্দু বোসের সঙ্গে অশান্তি হচ্ছিল। সম্প্রতি কৃষ্ণেন্দু মায়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। আর তার জেরেই গত বুধবার তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে শুক্রবার বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

Like Us On Facebook