সন্তান প্রসবের কয়েক ঘন্টা পরেই হাসপাতালে বসে উচ্চমাধ্যমিকে পরীক্ষা দিলেন বর্ধমানের এক পরীক্ষার্থীনি। বর্ধমানের ৫নং ইছলাবাদের বাসিন্দা রিয়া কুণ্ডু (পাল) সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে সদ্যজাতকে কোলে নিয়েই উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিলেন।
রিয়ার স্বামী সঞ্জয় পাল জানিয়েছেন, রিয়া ৩নং ইছলাবাদ হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী। উচ্চমাধ্যমিক পরীক্ষায় তার আসন পড়েছিল বর্ধমান পৌর উচ্চ বালিকা বিদ্যালয়ে। যথারীতি গর্ভবতী অবস্থায় রিয়া বাংলা, ইংরেজি এবং ভূগোল পরীক্ষাও দেয়। রবিবার দুপুরে হঠাৎই তার প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। সঞ্জয়বাবু জানিয়েছেন, এমতবস্থায় রিয়ার বাকি পরীক্ষা দেওয়া কার্যত অসম্ভবই ছিল। কিন্তু অসম্ভব মনের জোর আর জেদের বশেই সন্তান প্রসবের পরই রিয়া জানিয়ে দেয়, সে হাসপাতাল থেকেই পরীক্ষা দেবে। এরপরই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। সোমবার প্রসূতি ও শিশু বিভাগে সদ্যজাত কন্যা সন্তানকে সঙ্গে নিয়েই রিয়া দিলেন ইতিহাসের পরীক্ষা। পরীক্ষার পর রিয়া জানিয়েছেন, পরীক্ষা ভালই হয়েছে তাঁর।