.
পূর্ব বর্ধমানের বেলকাশ গ্রামে বুধবার রাতে বিরল ‘আলবিনো ব্যান্ডেড ক্রেট’ নামের সাদা রঙের একটি শাঁখামুটি সাপ উদ্ধার করল বন দফতর। এটি ভারতে প্রাপ্ত সবথেকে বিষধর সাপ। প্রচন্ড বিষধর এই সাপ সাধারণত হলুদ ও কালো হয়। কিন্তু এটি সম্পূর্ণ সাদা রঙের। সাপটিকে বৃহস্পতিবার রমনাবাগানে ছাড়া হয়। ডিভিশনাল ফরেস্ট অফিসার নিশা গোস্বামী বলেন, ‘প্রচন্ড বিষধর আলবিনো ব্যান্ডেড ক্রেট উদ্ধার করা হয়েছে। সাধারণত এই সাপগুলি হলুদ ও কালো রঙের হয়। এটি বিরল প্রজাতির সাদা, তাই আলবিনো বলা হয়। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট।’
Like Us On Facebook