বেশ কিছুদিন ধরে হনুমানের ভয়ে আতঙ্কিত ছিলেন পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এলাকার বাসিন্দারা। একটি দলছুট হনুমানের দাপাদাপিতে ব্যতিব্যস্ত ছিলেন এলাকার মানুষজন। হঠাৎ গাছ থেকে নেমে কাউকে আঁচড়ে বা কাউকে কামড়ে দিচ্ছিল হনুমানটি। তার আক্রমণে জখম হয়েছেন খন্ডঘোষ হাটতলা গ্রামের জনা কুড়ি গ্রামবাসী। এই হনুমানের হাত থেকে রেহাই পেতে শেষমেশ বন দফতরে যোগাযোগ করেন গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার বন দফতরের বর্ধমান রেঞ্জের রেঞ্জার কাজল বিশ্বাস সহ একটি দল গ্রামে এসে ঘুম পাড়ানি গুলি ছুড়ে হনুমানটিকে খাঁচা বন্দি করেন, তারপরেই নিশ্চিন্ত হন এলাকার বাসিন্দারা।
বর্ধমান রেঞ্জের রেঞ্জার কাজল বিশ্বাস জানিয়েছেন, হনুমানটি পূর্ণবয়স্ক, বেশ কিছুদিন ধরে দল ছুট হয়ে খন্ডঘোষ হাটতলা গ্রামে ছিল। কোন অসুস্থতার কারণে এই রকম আচরণ করছিল কি না তা পরীক্ষা করে দেখা হবে। হনুমানটিকে খাঁচা বন্দি করে বন দফতরে আনা হয়েছে।সেটিকে এখন কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে সুস্থ হলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।