তালিকা ধরে ‘কাটমানির’ টাকা ফিরত দিলেন উপভোক্তাদের। বর্ধমানের শক্তিগড় থানার বৈকুন্ঠপুর ১ নং পঞ্চায়েতের হীরাগাছি-সাহাপুর গ্রামের ঘটনা। একশো দিনের কাজের সুপারভাইজার সহ তৃণমূল নেতা শনিবার গ্রামবাসীদের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিলেন। টাকা ফেরত চেয়ে আগেই বিজেপি গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যেই টাকা ফেরত দিলেন সুপারভাইজার ও তৃণমূল নেতা।
জানা গেছে, বছর দেড়েক আগে হীরাগাছি-সাহাপুর গ্রামে শৌচাগার তৈরির জন্য ১২ জন উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়। সেই শৌচাগার এখনও তৈরি হয় নি। এতে ক্ষুব্ধ হয়ে উপভোক্তারা ‘কাটমানি’ ফেরৎ চেয়ে সরব হন। শনিবার সেই টাকা ফিরিয়ে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী তথা একশো দিনের কাজের সুপারভাইজার। এদিন তিনি আবাস যোজনার বাড়ির জন্য ‘সাহায্য’ বাবদ ১১জন উপভোক্তার কাছ থেকে ৫০০ করে নেওয়া টাকাও ফিরিয়ে দিলেন। গ্রামবাসীদের অভিযোগ, শৌচাগার তৈরির জন্য তাঁদের কাছ থেকে ৯০০ টাকার পরিবর্তে ১৮০০ টাকা করে নিয়েছিলেন ওই তৃণমূল কর্মী। যদিও সুপারভাইজার ও তৃণমূল নেতাদের দাবি, কাটমানি নয় খুশি হয়েই ওই টাকা দিয়েছিলেন উপভোক্তারা। এমনকি শৌচাগার নির্মানের জন্য ১৮০০ করে টাকা ঠিকাদার নিয়েছিলেন।সেই টাকা ঠিকাদার আমার মাধ্যমে আজকে ফেরত দেয়। পরে এই টাকা উপভোক্তারা ফেরত পেয়ে যায়। যদিও বিজেপির দাবি এটা কাটমানির টাকা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?