.
ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হল নির্বাচনী আচরণ বিধি। নির্বাচনী আচরণ বিধি লাগু হতেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে সরকারি জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার সহ রাজ্য সরকারের প্রচারমূলক যাবতীয় পোস্টার, ব্যানার এবং হোর্ডিং সরানোর কাজ শুরু হল। বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় সরকারি প্রচারমূলক বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও কাটআউট খোলার কাজ চলছে জোর কদমে। আজই নির্বাচন ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের তরফে। সঙ্গে সঙ্গে জারি হল নির্বাচনী আচরণবিধি। সেই নির্বাচনী আচরণ বিধি অনুসারেই সরকারি জায়গায় লাগানো বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্য সরকারের বিভিন্ন বিজ্ঞাপন খোলার কাজ শুরু করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Like Us On Facebook