রাস্তায় মোবাইল ফোন কানে নিয়ে হাঁটার অভ্যাস আছে? তাহলে সাবধান। মোটর সাইকেলে গা ঘেঁষে এসে চোখের পলকে সেই ফোন ছিনিয়ে নিয়ে পালাতে পারে দুষ্কৃতীরা। আপনি চিৎকার করবেন কি তার আগেই নাগালের অনেক দূরে দুষ্কৃতীদের দ্রুতগতির মোটর বাইক। বর্ধমান শহরে এমন ঘটনা ঘটছে প্রায়ই। বৃহস্পতিবার দিনেদুপুরে কলেজ ছাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে বাইক উলটে ধরা পড়ল এক যুবক।
বৃহস্পতিবার বর্ধমান মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মৌপিয়া ঘোষ ৩.৩০ মিনিট নাগাদ বাড়ি ফিরছিলেন। সেই সময় ইছলাবাদ কাঠের পুলের কাছে বাইক আরোহী তিন যুবক তার পথ আটকায়, কোনো কিছু বুঝে ওঠার আগেই মৌপিয়ার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বাধা দিলে তাঁকে চড়ও মারে ছিনতাইবাজরা। তাঁর চিৎকারে স্থানীয় কয়েকজন বাসিন্দা ছুটে এলে দুজন পালিয়ে যায়। একজন মোটর সাইকেল নিয়ে পালাতে গিয়ে উলটে পড়ে যায়। তাকে ধরে ফেলেন বাসিন্দারা। চলে গণধোলাই। পরে তুলে দেওয়া হয় বর্ধমান থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি বর্ধমান শহরেরই নীলপুর এলাকায়। আটক করা হয়েছে তাদের ব্যবহৃত বাইকটিকেও।