পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে এদিন চারটি ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হল। কালনা, কাটোয়া, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ এই চারটি মহকুমায় একটি করে এই ভ্রাম্যমান বায়ো শৌচাগার থাকবে। স্বচ্ছতা রক্ষায় শৌচাগারহীন জনবহুল স্থান, মেলা, সভাস্থলের কাছে এই বায়ো টয়লেট থাকবে।
মঙ্গলবার বর্ধমানে ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি। নির্মল জেলা পূর্ব বর্ধমানের নির্মলতা বজায় রাখার উদ্দেশ্যে ভ্রাম্যমান বায়ো টয়লেট চালু করা হয়েছে। বিভিন্ন মহকুমায় জনসভা, মেলা বা কোন অনুষ্ঠানে পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে এই ভ্রাম্যমান বায়ো টয়লেটে ব্যবহার করা হবে। বড় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনে একাধিক ইউনিটকে একজায়গায় আনা হবে। জানা গেছে, এই টয়লেটে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার আছে। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে বিনা খরচে মিললেও বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকরা এই ভ্রাম্যমান বায়ো টয়লেটে ভাড়ায় নিতে পারবেন।