টানা দু’বারের বিধায়ক, আবার পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তবে মাটির সঙ্গে আজও সম্পর্ক নিবিড়। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভরেছে কৃষিজমি। আউশ ধান চাষের আদর্শ সময়। জমি পরিচর্যা এখনই শুরু করার উপযুক্ত সময়। গলায় গামছা ঝুলিয়ে কোদাল হাতে মাঠে নেমে পড়লেন বর্ধমান উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক। শনিবার বর্ধমান-১ ব্লকের রামনগর হাটকান্ডা গ্রামে নিজের জমি পরিচর্যা নিজেই করলেন বিধায়ক।
এদিন সকালে কোদাল দিয়ে মাটি কেটে জমির আল ঠিক করেন বিধায়ক। যা দেখে অনেকেই বললেন, বিধায়ক কৃষি পরিবারের সন্তান। তাই মাটির সঙ্গে নাড়ির টান আজও যে হারাননি এদিন সেটাই প্রমাণ করলেন বিধায়ক। জলকাদা মেখে জমির আল ঠিক করতে সাধারণত কোনও বিধায়ককে দেখা যায় না। নিশীথবাবু তাঁদের থেকে ব্যতিক্রম। বিধায়ক জানান, নিম্নচাপের কারণে সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে। আলু চাষের পর ফাঁকা জমিতে এই সময় জলদি জাতের আউশ ধান চাষ করা হয়। বিশেষত ডাঙা জমিতে। তিনি বলেন, ‘আমাদের নিজেদের কিছুটা জমি রয়েছে। তার আল ঠিক করতে নিজেই মাঠে নেমেছিলাম।’