বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিকম জেনারেল তৃতীয় বর্ষের পরীক্ষার প্রশ্নপত্র বিভ্রাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকম জেনারেলের তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল ৩৫টি কেন্দ্রে ১২ এবং ১৯ এপ্রিল। বৃহস্পতিবার ছিল কর্পোরেট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট এর পরীক্ষা। ১৯ তারিখ ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেসের পরীক্ষা।
বৃহস্পতিবার যথারীতি পরীক্ষা শুরু হতেই ছাত্রছাত্রীদের হাতে দেওয়া ১৯ তারিখের প্রশ্নপত্র। এই ঘটনায় ছাত্রছাত্রী মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র নিয়ে খোঁজখবর শুরু করেন। দেখা যায় ১২ তারিখের প্রশ্নপত্রের প্যাকেটে ১৯ তারিখ লেখা এবং ১৯ তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেটে ১২ তারিখ লেখা। প্রশ্নপত্রের প্যাকেটে লেবেলিং-এর সমস্যার জন্যই এদিন কার্যত ১৯ তারিখের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২ তারিখের প্রশ্নপত্র দিয়েই প্রায় আধঘণ্টা পরে পরীক্ষা শুরু করে। বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশ্নপত্রের প্যাকেটে লেবেলিং-এর সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে। সমগ্র ঘটনাটি তদন্ত করে দেখবে কর্তৃপক্ষ। একইসঙ্গে ১৯ তারিখের প্রশ্নপত্র খোলায় ওই প্রশ্নপত্রও পরিবর্তন করা হবে বলে জানা গেছে।