কঙ্কাল উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরে। শুক্রবার সন্ধ্যায় বর্ধমান-হাওড়া কর্ড লাইন এবং মশাগ্রাম-বাঁকুড়া রেললাইনের পাশে মশাগ্রাম এলাকায় ঝোপের মধ্যে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঝোপ থেকে জামালপুর থানার পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করে। নরকঙ্কালের পড়নে থাকা প্যান্টের পকেট থেকে মোবাইল, ম্যানিব্যাগ, আধার কার্ডের জেরক্স ও ট্রেনের টিকিট উদ্ধার হয়। আধার কার্ডে নাম দেখে দেওয়ানদিঘি থানার পুলিশের সাথে যোগাযোগ করে জামালপুর থানার পুলিশ।
বিশ্বকর্মা পুজোর পর থেকে নিখোঁজ ছিল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির যুবক সৌমেন ঘোষ। তিনি বারুইপুরের গোবিন্দপুরে একটি কাগজের থালা তৈরির কারখানায় কাজ করতেন। বিশ্বকর্মা পুজোর আগে তাঁর ভাই সুমন ঘোষ মাইনে নিয়ে বাড়ি ফিরলেও সৌমেন বাড়ি ফেরেন নি। ১৫ সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তারপরও বাড়ি না ফেরায় ও কারখানায় না থাকায় সৌমেনের বাবা ১৭ সেপ্টেম্বর দেওয়ানদিঘি থানায় নিখোঁজ ডাইরি করেন। তারপর থেকে প্রায় ৫ মাস ধরে সৌমেনের পরিবার কলকাতার বিভিন্ন গোয়েন্দা দফতর ও পুলিশে বারে বারে যোগাযোগ করেও ছেলের কোন সন্ধান পায় নি। এদিন ছেলের মোবাইল, প্যান্ট, জুতো দেখে দেহ সনাক্ত করে সৌমেনের পরিবার।