আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে পাকড়াও করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার একটি নাইন এমএম পিস্তল ও ৫ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতির নাম সেখ সামিম ও সুমন হাজরা। সামিমের বাড়ি বর্ধমান শহরের খাগড়াগড়ে এবং সুমনের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের শীতল গ্রামে।
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের উত্তরফটক এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ সেখ সামিমকে পুলিশ গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বড়নীলপুর এলাকা থেকে ৩ রাউন্ড গুলি সহ সুমন হাজরাকে গ্রেফতার করা হয়। গতকাল ধনতেরাসের দিন বড় রকম ক্রাইম করার উদ্দেশ্যেই এরা জড়ো হচ্ছিলো বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত, পিস্তল কোথা থেকে আনা হয়েছিলো তা নিশ্চিত হতে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন করে আজ বর্ধমান আদালতে তোলা হয়।
Like Us On Facebook