আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটা পিস্তল সহ সাত রাউন্ড গুলি, একটি বাইক ও দুটি মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ জাতীয় সড়ক ২বি-এর নবাবহাট এলাকা থেকে এই দুই দুষ্কৃতিকে পাকড়াও করে। ধৃতদের নাম নাসিরউদ্দিন আনসারী ও ইকবাল আনসারী। এরা দু’জনেই বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা।
জানা গেছে, এরা ছিনতাইয়ের উদ্দেশ্যে সিউড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট এলাকায় তল্লাশি চালায়। ধৃতদের বাইক আটকাতেই ইকবাল আনসারী ও নাসিরউদ্দিন আনসারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাঁদের ধরতে সক্ষম হয়। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে একটি সাত মিমি পিস্তল সহ সাত রাউন্ড গুলি ও ২ টি মোবাইল উদ্ধার হয়। ধৃত দু’জনকে পুলিশের পক্ষ থেকে শনিবার পূর্ব বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।