শনিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ তিন দুষ্কৃতী বর্ধমানের একটি সোনার দোকানে ঢুকে লুঠপাট করার চেষ্টা করে বলে অভিযোগ। জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক ডাকাতি রুখে দিলেন দোকানের মালিক সুভাষ নাথ। বর্ধমানের মিঠাপুকুর মোড়ের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বাইকে চেপে তিন জন মিঠাপুকুর মোড়ের সুভাষবাবুর দোকানের সামনে দাঁড়ায়। সেই সময় সুভাষবাবু দোকান বন্ধ করতে যাচ্ছিলেন। অভিযোগ, হঠাৎই হেলমেট পরিহিত তিন জন সুভাষবাবুর দোকানে ঢুকে তাঁর গলায় ছুরি চেপে ধরে। জীবনের ঝুঁকি নিয়ে সুভাষবাবু ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে ওঠেন। আওয়াজ শুনে আশপাশের দোকানদাররা ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ছুরি ফেলে রেখে চম্পট দেয় তিন দুষ্কৃতী। স্থানীয় মানুষজন পিছু ধাওয়া করলেও দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ সিসি টিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে।