শনিবার রাতে বর্ধমানের ভাতাড়ের আমারুনে স্থানীয় বিজেপি নেতাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুড়লে আহত হন ওই নেতা। জখম ওই নেতার নাম কৃষ্ণকলি সামন্ত (৫৫)।
বিজেপির অভিযোগ, গতকাল রাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি তাঁর হাত ছুঁয়ে বেরিয়ে যায় এবং তিনি জখম হন। বর্ধমান হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তৃণমূল আতঙ্ক তৈরির জন্য তাঁকে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ বিজেপির। রবিবার বর্ধমান হাসপাতালে তাঁকে দেখতে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। তৃণমূলের দাবি, এই ঘটনায় দলের কেউ জড়িত নয়, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
Like Us On Facebook