নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা গ্রামে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। জেলা জুড়ে নিন্দার ঝড় উঠল। একইসঙ্গে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি উঠল সমাজের বিভিন্ন মহল থেকে।
জানা গেছে, বুদবুদের কোটা গ্রামের নবারুণ সংঘ বরাবরই সামাজ কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। বিভিন্ন সরকারি অনুদানও পায় এই ক্লাব। প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে ক্লাবের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি মূর্তি তৈরি করায় ক্লাব সদস্যরা। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে সেই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার দিন স্থির হয়। কিন্তু ২৩ জানুয়ারি সকালে ক্লাবের সদস্যরা দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি কেউ বা কারা ভেঙে দিয়েছে।নেতাজির নাকটি ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ক্লাব সদস্যদের অনুমান রাতের অন্ধকারে একাধিক ব্যাক্তি এই দুষ্কর্মটি করে পালিয়েছে। বুদবুদ থানায় এই ঘটনার পর একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।