রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের জানালার গ্রীল কেটে ভল্ট ভাঙার চেষ্টা, সাইরেন বেজে ওঠায় ১ টি কম্পিউটার ও সিসি ক্যামেরার ডিভিআর নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। বর্ধমান শহরের ভারতীয় স্টেট ব্যাঙ্কের গোলাপবাগ শাখার ঘটনা। ব্যাঙ্ক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যাঙ্ক খোলার পর কর্মীরা দেখতে পান ব্যাঙ্কের পিছন দিকে শৌচাগারের জানালার গ্রীল কাটা। ব্যাঙ্কের একটি কম্পিউটার ও সিসি ক্যামেরার ডিভিআর নেই। তবে ব্যাঙ্কের ভল্ট সুরক্ষিত আছে বলেই ব্যাঙ্ক সূত্রে জানা গেছে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Like Us On Facebook