আগ্নেয়াস্ত্র সহ ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার ১ টি পাইপগান ও দু’রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সেখ কাজল, শুভম প্রসাদ গুপ্ত ও রাজু ঘোষ। সেখ কাজল বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর মালিরবাগান, শুভম প্রসাদ গুপ্ত ধোকড়াশহিদ ও রাজু ঘোষ ৫ নং ইছলাবাদের ঘোষপাড়ার বাসিন্দা। অভিযুক্তদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।
গোপন সূত্রে বর্ধমান থানার কাছে খবর আসে যে বৃহস্পতিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা অভিমুখে গোদা মোড় এলাকায় একটি নির্জন জায়গায় ৮-৯ জনের দুষ্কৃতীদের একটি দল জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় হানা দিয়ে ৩ জনকে আটক করে বর্ধমান থানার পুলিশ। তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপ গান ও দু’রাউন্ড গুলি, একটি লোহার রড ও লাঠি। পরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, ডাকাতির উদ্দেশ্যেই অভিযুক্তরা জাতীয় সড়কের ধারে জড়ো হয়েছিল।