অন্ডালের নব কাজোড়ায় আগ্নেয়াস্ত্র সমেত আটক এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে কার্তুজসহ পিস্তল, পাইপগান ও ভোজালি। ধৃত দুষ্কৃতীর নাম ধীরজ সিং। বুধবার রাত দশটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কাজোড়া পঞ্চায়েতের নবকাজোড়া এলাকায় অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ। অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে ধীরজ সিং নামে কুখ্যাত এই দুষ্কৃতী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান, একটি পিস্তল ও একটি ধারালো ভোজালি সহ পাইপগানের তিনটি ও পিস্তলের চারটি কার্তুজ।
সূত্র মারফত জানা গেছে, অসমের দুই ব্যবসায়ী বিট্টু ছেত্রী ও সাবির শাহজাদ আহমদ অসম থেকে অন্ডালে আসেন ধীরজ সিংয়ের কাছে জেসিবি মেশিন লেনদেনের জন্য। কিন্তু তারপর থেকেই ওই দুই ব্যক্তিকে ইসিএলের আবাসনে ধীরজ আটকে রাখে বলে অভিযোগ। ধৃত ধীরজ সিংকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং অসমের ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে অবৈধ কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে কাজোড়া এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়েছিল রণবীর সিং নামে এক দুষ্কৃতী। ধৃত ধীরজ তারই সাগরেদ বলে স্থানীয়রা জানান।