.

ফের নাবালিকার বিবাহ রুখলো কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। মঙ্গলবার কলিগ্রাম গার্লস স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিবাহের জন্য দেখাশুনা চলছে এই খবর পেয়ে দেওয়ানদিঘী থানা এলাকায় ওই ছাত্রীর বাড়িতে যায় স্কুলেরই কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। সঙ্গে ছিলেন বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি দাস রজক ও স্কুলের শিক্ষিকারা। ১৮ বছরের নীচে বিবাহ দিলে কি কি সমস্যা হতে পারে তা তুলে ধরার মধ্য দিয়ে পরিবারকে বোঝানো হয় যাতে তারা নাবালিকার বিবাহ না দেন। পাশাপাশি তাকে স্কুলমুখী করারও উদ্যোগ নেওয়া হয়।

Like Us On Facebook