কলকাতা থেকে কাটোয়ায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়ি। ঘটনাটি ঘটেছে মেমারি থানা এলাকায়। ঘটনায় মন্ত্রীর গাড়ির চালক এবং মন্ত্রী চোট পান। মন্ত্রী বর্তমানে বিপন্মুক্ত বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার গ্রন্হাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা থেকে কাটোয়ার করজ গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায় মেমারি ও সাতগেছিয়ার মাঝে কামালপুর ব্রিজের কাছে গাড়ির সামনের চাকা ফেটে যায়। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া গাড়িটির সঙ্গে একটি পিক্ আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়ির চালকই আহত হন। গ্রন্হাগার মন্ত্রী আঙ্গুলে চোট পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্ত্রী এবং দুই গাড়ির চালকদের হাসপাতালে নিয়ে যায়।
Like Us On Facebook