জিএসটি ও নোটবন্দির প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিভিন্ন ছোট ও বড়ো মেলায়। এমনই অভিযোগ করলেন ক্রীড়া, যুবকল্যাণ ও পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বর্ধমান পৌরসভার উদ্যোগ শুরু হওয়া বর্ধমান পৌর উৎসবে যোগ দিতে এসে অরূপ বিশ্বাস জানান, গত বছর নোটবন্দির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল। মেলায় দোকান থাকলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ছিলো না।
এবার জিএসটির প্রভাবে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা। সর্বনাশা জিএসটির ফলে বহু প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মেলায় আসছেন না। অনেক ছোট ও মাঝারী বিক্রেতাও আসতে পারছেন না, উল্টোদিকে মেলায় ভিড় হলেও জিএসটির জন্য সাধারণ মানুষ কিছু কিনতে পারছেন না। একথায় নোটবন্দি ও জিএসটির একটা চরম প্রভাব পড়েছে অর্থনীতিততে। অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করছেন। ফলে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছেন। সকল সাধারণ মানুষের উচিত এর প্রতিবাদ করা। আমি আপনাদের সকলকে প্রতিবাদে মুখর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সারা বছর ধরেই সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন মেলায় কিছু কিনবেন বলে কিন্তু জিএসটির ফলে কিছু কিনতে পারছেন না। চরম প্রভাব পড়ছে অর্থনীতিতে।