রাস্তায় দুধ ও ছানা ফেলে প্রতিবাদ গোয়ালাদের। মঙ্গলবার বর্ধমান শহরের কার্জনগেটে রাস্তায় দুধ ও ছানা ফেলে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিন তাঁরা তাঁদের দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন জেলাশাসককে।
ঘোষ ও গাভী কল্যাণ সমিতির পক্ষ থেকে গরু-মোষের বিমা, ছানা সরবরাহের জন্য ট্রেনে এসি কামরা সহ বিভিন্ন দাবিতে এদিন কার্জনগেটে দুধ ও ছানা ফেলে বিক্ষোভ দেখানো হয়। সমিতির অভিযোগ, পশুর খাদ্য ও ওষুষের দাম বেড়ে চলেছে কিন্তু দুধ ও ছানার দাম সেভাবে বড়ছে না। সরকারি ভাবে দুধ ও ছানার দাম নির্ধারণের দাবি জানান তাঁরা। এদিন গরু-মোষের বিমা, ছানা সরবরাহের জন্য ট্রেনে এসি কামরা, গরু-মোষ কেনার জন্য সরকারিভাবে ৪০ শতাংশ টাকা দেওয়া সহ ২২ দফা দাবিতে সমিতির পক্ষ থেকে জেলাশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়।
Like Us On Facebook