প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ(কেকে)-এর গাওয়া একটি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-১ ব্লকের নিত্যানন্দপুরের মিলন কুমার। রানু মন্ডল, ভূবন বাদ্যকরের পর পূর্ব বর্ধমানের মিলন কুমার, তাঁর সুরেলা কন্ঠের গান এখন ভাইরাল।
তবে তিনি কোন মঞ্চ শিল্পী নন, পেটের তাগিদে প্রত্যেকদিন লোকাল ট্রেনে গান গেয়ে থাকেন। বর্তমানে তিনি বর্ধমান-কাটোয়া লাইনের লোকাল ট্রেনে গান গাইছেন, কিন্তু ভবিষ্যতে বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেন তিনি। তাঁর গানে অনেকেই মুগ্ধ। অভাব-অনটনের সংসার কোন মতে চলে ট্রেনে গান ফেরি করে। ছোট থেকে গানের প্রতি অগাধ টান তাঁর। বাবার কাছেই নিয়েছেন গানের তালিম। আর্থিক অনটনের জন্য ভালো গানের শিক্ষক দিতে পারেননি বলে আক্ষেপ মিলনবাবুর অসুস্থ বাবার।
বর্তমানে তাঁদের সাত জনের সংসারে একমাত্র রোজকেরে মিলনবাবু। সকাল থেকে বিকাল পর্যন্ত ট্রেনে গান গেয়েই কোন রকমে চলছে সংসার। আর্থিক দুর্দশার জন্য মাথা গোঁজার জায়গাটা বাঁশ, দরমা ও ত্রিপল দিয়ে কোন রকমে টিকে রয়েছে। তার উপর ট্রেনে প্রায় ১৭ বছর ধরে গান গেয়ে অসুস্থ মা, বাবার চিকিৎসা খরচ এবং বোন, স্ত্রী, সন্তানদের দেখভাল করে আসছেন। এরপর মাথা গোঁজার জায়গাটাকে আর বাগিয়ে উঠতে পারেননি মিলনবাবু। তাঁর আবেদন, একটু সরকারি সাহায্য পেলে খুব ভালো হয়।