গত কয়েক বছর ধরেই পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন নদী ও জলাশয়গুলিতে শীতের মরশুমে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে। জেলার মধ্যে পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে এবারও হরেকরকমের পাখি দেখতে পর্যটকদের ঢল যখন নেমেছে, সেই সময় এবছর বর্ধমানের দামোদর নদ এবং ভাতারের একটি দিঘীতে দেখা মিলল প্রথমবার কমন শেলডাক(Common Shelduck) জাতীয় পাখির। এর আগে এই পাখিকে উড়ে যেতে দেখা গেলেও কখনও জলাশয়ে তাদের বসে থাকতে দেখা যায়নি বলে দাবী করেছেন পরিবেশ বিজ্ঞানের ছাত্র পুষ্পক রায় থেকে বর্ধমানের অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস। অর্ণববাবু জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই দামোদরে পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়তে শুরু করেছে। এবছর গতবারের তুলনায় অনেক বেশি পাখি এসেছে। ফলে তাঁরা যে অঞ্চলে পাখিরা আসছে সেখানকার আশপাশের মানুষকে সচেতন করা শুরু করেছেন। বিশেষ করে পিকনিকের সময় বাজি ফাটানো বা ডিজে বাজানো বন্ধ করার আবেদন জানিয়ে আসছেন। বিকট শব্দের জন্য পাখিরা আসতে ভয় পায়। এব্যাপারে লাগাতার সচেতনার কাজ করায় এবছর দামোদরে অনেক বেশি পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। তিনি জানিয়েছেন, কমন শেলডাকদের বর্ধমানের ওপর দিয়ে তাঁরা উড়ে যেতে দেখেছেন। তিনি জানিয়েছেন, ভাতারের গর্দানমারি জলাশয়ে এবছর ৬টি নব-বিল্ড ডাককে(Knob-billed Duck) তাঁরা দেখেছেন। যা অত্যন্ত ভাল ব্যাপার। তিনি জানিয়েছেন, পাখিদের উত্যক্ত না করলে তাঁরা আশা করছেন আগামী বছর আরও অনেক ধরণের পাখি তাঁরা দেখতে পাবেন।