করোনা উদ্ভূত পরিস্থিতিতে বিশেষভাবে ১০০ দিনের প্রকল্পে যাঁরাই কাজ চাইবেন তাঁদেরই কাজ দেবার ব্যবস্থা করতে হবে – এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। একইসঙ্গে ১০০ দিনের কাজের ক্ষেত্রে কোনো ফাঁকা মাস্টার রোল দেওয়া যাবে না বলে সরাসরি নির্দেশ দিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে জেলার সমস্ত বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান প্রমুখদের নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই স্বপনবাবু প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে ১০০ দিনের প্রকল্পে কোনোরকম দলবাজি না করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনো প্রধান বা সুপারভাইজারের ইচ্ছামত কিছু করা চলবে না। যাঁরাই কাজ চাইবেন তাঁদেরই কাজ দিতে হবে। অগ্রাধিকার দিতে হবে পরিযায়ী শ্রমিকদের। পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁদের জবকার্ড না থাকলে জবকার্ড করে দিতে হবে। কোনো গড়িমসি করা যাবে না। এদিন এই বৈঠকে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ প্রশাসনের সমস্ত আধিকারিকরাও।
বর্ধমান জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় এদিন জানিয়েছেন, গতবছর পূর্ব বর্ধমান জেলায় ১০০ দিনের কাজে লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৪৪ লক্ষ শ্রমদিবস। এবছর তাঁদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৪৪ লক্ষ শ্রমদিবস। তিনি জানিয়েছেন, করোনা উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েকমাসে ১০০ দিনের কাজে অগ্রগতি ভাল নয়। করোনার আগের কয়েকমাসে গড়ে প্রতিমাসে ৭০-৮০ হাজার করে শ্রমদিবস সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আনলক -১ -এ রাজ্য পঞ্চায়েত দফতর জানিয়ে দিয়েছে পূর্ব বর্ধমান জেলায় ১০০ দিনের প্রকল্পে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ১ কোটি ৪৪ -এর বদলে ২ কোটি ৮৮ লক্ষ শ্রমদিবস সৃষ্টি করতে হবে। আর তাই এটা তাঁদের কাছে একটা চ্যালেঞ্জ হিসাবে সামনে খাড়া হয়েছে।
উল্লেখ্য, এদিন মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, একজন সুপারভাইজার কেবলমাত্র ৫০ জন শ্রমিকেরই কাজ দেখাশোনা করতে পারবেন – এবিষয়ে এদিন তিনি জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ জারী করারও আবেদন জানান। অন্যদিকে, করোনা উদ্ভূত পরিস্থিতিতে গোটা জেলা জুড়েই সাধারণ মানুষের কাছে তৃণমূলের পক্ষ থেকে যে ত্রাণ পৌঁছে দেবার কাজ চলছিল এদিন তা বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বপনবাবু। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর কোনো নেতা সরাসরি কোনো ত্রাণ বিলি করবেন না। প্রয়োজনীয় ত্রাণ বিডিওর মাধ্যমেই বিলি করতে হবে।