কালবৈশাখীর দাপটে রবিবার সন্ধ্যায় অন্ডাল বিমান বন্দরে মুম্বাই-দুর্গাপুর বিমান রানওয়েতে নামার আগে প্রবল ঝাঁকুনিতে অন্তত ৪০ জন যাত্রী আহত হন। জানা, গেছে ওই বিমানের পাইলটের দক্ষতায় বিমানটি বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। বিমানবন্দরের কর্মী ও অন্ডাল থানার পুলিশের তৎপরতায় বিমানটি রানওয়েতে নামার পর স্থানীয় একটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যা থেকেই দুর্গাপুর মহকুমা জুড়ে প্রবল কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হয়। এরইমধ্যে মুম্বাই থেকে ১৮০ জন যাত্রী নিয়ে অন্ডাল বিমানবন্দরে আসছিল স্পাইসজেটের একটি বোয়িং-৭৩৭ বিমান। বিমানের এক যাত্রী জানান, সন্ধ্যা নাগাদ হঠাৎই মাঝ আকাশে বিমানটি প্রবল ঝঞ্ঝার মধ্যে পড়ে। প্রচন্ড দুলতে থাকে বিমানটি। মাথার উপর থকে একের পর এক লাগেজ যাত্রীদের মাথায় পড়তে থাকে। অনেক যাত্রী জখম হন। কয়েক জনের আঘাত বেশ গুরুতর। শেষমেশ বিমানের পাইলট দক্ষতার সঙ্গে বিমানটিকে অন্ডাল বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করান। সঙ্গে সঙ্গে অন্তত ৪০ জন জখম যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।